Logo
Logo
×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিককে গুলি করে হত্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম

শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিককে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিক লাসান্থা বিক্রমাসেকারাকে তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় এক বন্দুকধারীর হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কিছু হত্যাকাণ্ড ঘটলেও এবারই প্রথম কোনো রাজনৈতিক নেতাকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হলো।

৩৮ বছর বয়সী বিক্রমাসেকারা ছিলেন উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিলের চেয়ারম্যান এবং বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি) সদস্য। ঘটনার সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে বৈঠকে ছিলেন। হঠাৎ এক বন্দুকধারী রিভলভার নিয়ে কার্যালয়ে প্রবেশ করে একাধিক গুলি ছোড়েন, যার ফলে বিক্রমাসেকারা ঘটনাস্থলেই মারা যান। তবে এই ঘটনায় অন্য কেউ আহত হননি।

কলম্বো পুলিশ জানিয়েছে, হামলাকারী পালিয়ে গেছে এবং তাকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয়, তবে ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে এসজেবি ও ক্ষমতাসীন দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব রয়েছে।

চলতি বছরে শ্রীলঙ্কায় সহিংস অপরাধের সংখ্যা বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত শতাধিক গোলাগুলির ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এসব অপরাধের সঙ্গে স্থানীয় মাদকচক্র ও সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তার শাসনামলে এই প্রথম কোনো রাজনৈতিক নেতাকে হত্যা করা হলো। এর আগে, গত ফেব্রুয়ারিতে কলম্বোর একটি আদালতে আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারী ঢুকে এক আসামিকে গুলি করে হত্যা করেন, যা দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায়।

এই হত্যাকাণ্ড শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন