Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধবিরতিতে মস্কোর অস্বীকৃতি: ট্রাম্প–পুতিন বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:২৯ এএম

ইউক্রেনে যুদ্ধবিরতিতে মস্কোর অস্বীকৃতি: ট্রাম্প–পুতিন বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তা, জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের সুযোগে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু মস্কো এতে রাজি না হওয়ায় বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের সম্ভাবনা নেই।

সূত্র জানায়, কয়েক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। আলোচনায় ইউক্রেনে যুদ্ধবিরতির শর্তে বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। তবে ল্যাভরভ তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে পরে জানান, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পরই ওয়াশিংটন বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয়।

২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা দেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসানই হবে তার অন্যতম অগ্রাধিকার।

গত দশ মাসে ট্রাম্প ও পুতিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়। সর্বশেষ ১৫ আগস্ট আলাস্কায় তাদের মুখোমুখি বৈঠক হলেও তা কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। পরে ট্রাম্প ঘোষণা দেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি আবারও পুতিনের সঙ্গে বৈঠক করবেন— যা অক্টোবরের শেষ দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হওয়ার কথা ছিল।

তবে মস্কোর অবস্থান অপরিবর্তিত থাকায় সেই বৈঠক এখন স্থগিত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি কোনো উদ্দেশ্যহীন বৈঠক করতে চাই না। তাই আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি চূড়ান্ত নয়—পরিস্থিতি বদলাতে পারে। আগামী দু’দিনের ঘটনাপ্রবাহ দেখুন।

এদিকে, রুশ প্রেসিডেন্টের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে রাশিয়া প্রস্তুতি অব্যাহত রেখেছে।

সূত্র : রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন