Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১১:১৫ এএম

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ ট্রাম্পের

ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি মনে করেন, ইউক্রেনের রাশিয়াকে পরাজিত করার সক্ষমতা এখনও রয়েছে। সোমবার (২০ অক্টোবর) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, “তারা (ইউক্রেন) জিততে পারত। আমার মনে হয় না তা তারা পারবে; কিন্তু তারা চাইলে এখনও তা পারে।” তিনি আরও বলেন, “যুদ্ধ খুবই জটিল বিষয়। এখানে ভালো-মন্দ দুই ধরনের ঘটনা ঘটে।”

রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে— এমন প্রশ্নে ট্রাম্প জানান, “হ্যাঁ, হামলা হচ্ছে, তবে যারা নিহত হচ্ছে— সবাই সামরিক। প্রতি সপ্তাহে দুই পক্ষের ৫ থেকে ৭ হাজার সেনা নিহত হচ্ছে।”

২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে পরস্পরবিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। গত মাসে তিনি বলেছিলেন, ইউক্রেন তার দখলকৃত সব এলাকা পুনরুদ্ধার করবে। কিন্তু সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতে হবে। কারণ, রুশ বাহিনী লড়াই করেছে এবং কিছু জয় করেছে।”

এদিকে ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন