প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে ডাকাতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম
ছবি : সংগৃহীত
প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি। রোববার (১৯ অক্টোবর) সকালে জাদুঘরের একটি উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ঘটনার পর জাদুঘরটি ‘বিশেষ কারণ’ দেখিয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডাকাতির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় একটি সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, ডাকাতরা জাদুঘর থেকে মূল্যবান গয়না নিয়ে পালিয়ে গেছে। যদিও জাদুঘর কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি এক অনলাইন পোস্টে জানান, “আমি জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে রয়েছি। আজ সকালে ল্যুভরে একটি উদ্বোধনী অনুষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে।”
উল্লেখ্য, ল্যুভর জাদুঘর বিশ্বের অন্যতম জনপ্রিয় জাদুঘর, যেখানে মোনালিসা চিত্রকর্মসহ বহু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। ডাকাতির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত চলছে এবং জাদুঘর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।



