Logo
Logo
×

আন্তর্জাতিক

শান্তি সংলাপের আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫০ এএম

শান্তি সংলাপের আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ শুরু হবে, এবং সেই সংলাপ চলাকালীন যুদ্ধবিরতি বজায় রাখবে উভয় পক্ষ।

শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, পাকিস্তানের সরকারি প্রতিনিধি দল ইতোমধ্যে দোহায় পৌঁছেছে। তবে জিও নিউজ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সূত্র উদ্ধৃত করে জানায়, প্রতিনিধিরা এখনো দোহায় যাননি—শনিবারই তারা রওনা হবেন।

২০২১ সালের আগস্টে তালেবান সরকার কাবুল দখল করার পর থেকেই পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যায়। বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। এর মূল কারণ পাকিস্তানি তালেবানপন্থি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি), যাকে সন্ত্রাসী তৎপরতার জন্য কয়েক বছর আগে নিষিদ্ধ ঘোষণা করে ইসলামাবাদ।

তবে নিষেধাজ্ঞার পরও টিটিপির কার্যক্রম কমেনি, বরং কাবুলে তালেবান সরকার ক্ষমতায় আসার পর আরও বেপরোয়া হয়ে উঠেছে সংগঠনটি। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় টিটিপির প্রধান ঘাঁটি অবস্থিত, যা আফগান সীমান্তসংলগ্ন এলাকা। সেখানে প্রায়ই পাকিস্তানি সেনা ও টিটিপির মধ্যে সংঘর্ষ হচ্ছে।

ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে যে, আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও মদত দিচ্ছে। তবে কাবুল সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ৯ অক্টোবর রাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী, যাতে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ এবং দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ সংগঠনের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য।

দুই দিন পর, ১১ অক্টোবর, আফগান সেনারা খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী পাকিস্তানি সেনা চৌকিগুলোতে হামলা চালায়। পাকিস্তানও পাল্টা জবাব দেয়, ফলে টানা চার দিন ধরে সংঘাত চলে। আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, এ সংঘাতে আফগান সেনার ২০০ জন এবং পাকিস্তানের ২৩ জন সেনা নিহত হন।

চার দিনের সংঘাত শেষে ১৫ অক্টোবর উভয় দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায়। সেই যুদ্ধবিরতি শেষ হয় শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে।

বিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এতে নিহত হন অন্তত ৫০ জন এবং আহত হন দেড় শতাধিক মানুষ। রাতেই দুই দেশ নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয় এবং দোহা সংলাপ শুরুর আগে সাময়িকভাবে সংঘাত বন্ধে একমত হয় ইসলামাবাদ ও কাবুল।

সূত্র : জিও নিউজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন