পাকিস্তানের হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত, দাবি তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ভোরে শুরু হওয়া এই সংঘর্ষে আফগানিস্তানে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে যখন ইসলামাবাদ আফগানিস্তানের তালেবান সরকারকে পাকিস্তানে হামলা চালানো ‘সন্ত্রাসী গোষ্ঠী’ দমনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। পাকিস্তানের দাবি, এসব হামলা আফগান ভূখণ্ড থেকে পরিচালিত হচ্ছে। তবে তালেবান আফগানিস্তানে পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতি অস্বীকার করেছে।
আফগান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে (সাবেক টুইটার) জানান, পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, তালেবান যোদ্ধারা বিপুল সংখ্যক পাকিস্তানি সেনাকে হত্যা করেছে, তাদের পোস্ট ও অস্ত্রশস্ত্র দখল করেছে এবং বেশ কয়েকটি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে।
অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তারা সংঘর্ষের জন্য তালেবানকে দায়ী করেছেন। চামান জেলার আঞ্চলিক প্রশাসক হাবিব উল্লাহ বাঙ্গুলজাই জানান, তালেবান বাহিনী চামান সীমান্তের কাছে পাকিস্তানি পোস্টে হামলা চালায়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই লড়াইয়ে পাকিস্তানি বাহিনী আফগানিস্তান থেকে আসা আক্রমণ প্রতিহত করে বলে তিনি দাবি করেন। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষে তাদের চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
উল্লেখ্য, আফগান-পাকিস্তান সীমান্তে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা গ্রহণের পর গত সপ্তাহে সংঘটিত সংঘর্ষকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ দফতর (আইএসপিআর)। তারা দাবি করেছে, ওই সংঘর্ষে ২০০-র বেশি আফগান সেনা এবং পাকিস্তানের ২৩ জন সেনা নিহত হয়েছেন।



