ভারতের তিন কফ সিরাপ নিয়ে ডব্লিউএইচওর সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এএম
ভারতে উৎপাদিত তিনটি শিশুদের কফ সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এসব সিরাপে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এই তিনটি কফ সিরাপ হলো- ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালের তৈরি কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালের তৈরি সিরাপ রেসপিফরেশ টিআর এবং শেপ ফার্মার তৈরি সিরাপ রিলাইফ।
এই সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিকের উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। ডব্লিউএইচও জানায়, এই রাসায়নিক অল্প মাত্রায় ব্যবহারযোগ্য হলেও বেশি পরিমাণে এটি মানুষের দেহে বিষক্রিয়া সৃষ্টি করে এবং শিশুদের কিডনি বিকলসহ মারাত্মক জটিলতার ঝুঁকি বাড়ায়।
গত আগস্টে ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ডরিফ সিরাপ সেবনের পর অন্তত ১৭ জন শিশুর মৃত্যু হয়। এর আগে ২০২৩ সালে অপর এক ভারতীয় প্রতিষ্ঠানের কফ সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় ১৪১ জন শিশুর মৃত্যু ঘটেছিল, যা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়।
ভারতের ওষুধের মান নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, তারা ডব্লিউএইচওর সতর্কবার্তা সম্পর্কে অবগত এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংস্থার কর্মকর্তারা বলেছেন, আমরা ওষুধের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কঠোর ও নিখুঁত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছে, এই তিন কফ সিরাপ বাজার থেকে দ্রুত প্রত্যাহার করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে।
সূত্র : রয়টার্স



