Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০১:৪০ পিএম

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হামফ্রিজ কাউন্টির বাকসনোর্ট এলাকায় অবস্থিত সামরিক বিস্ফোরক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’-এর প্রধান কার্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঘটে যাওয়া এই বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়। প্রাথমিকভাবে ১৮ জন নিখোঁজ থাকার আশঙ্কা করা হলেও পরে জানা যায়, দুইজন কর্মী বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিলেন না এবং তারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন কাউন্টির শেরিফ ডেভিস।

শনিবার এক সংবাদ সম্মেলনে শেরিফ ডেভিস বলেন, “নিহতরা শুধু কর্মী নন, তারা আমাদের প্রিয়জন। এটি আমাদের সবার জন্য গভীর শোকের মুহূর্ত।” তিনি আরও জানান, উদ্ধার অভিযান এখন পুনরুদ্ধার পর্যায়ে রয়েছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নেওয়া হবে।

এফবিআই এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) এর তদন্তকারীরা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বিপুল পরিমাণ বিস্ফোরক ও সামরিক উপকরণ থাকায় অনুসন্ধান কার্যক্রম জটিল হয়ে উঠেছে।

শেরিফ ডেভিস বলেন, “এই দুর্ঘটনায় কোনো অপরাধমূলক তৎপরতা ছিল কি না, তা নিশ্চিত হতে সময় লাগতে পারে—দিন, সপ্তাহ কিংবা মাস।”

এক বিবৃতিতে অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস ঘটনাটিকে “দুঃখজনক দুর্ঘটনা” হিসেবে উল্লেখ করে উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, সংস্থাটির প্রধান কার্যালয়ে আটটি উৎপাদন ভবন এবং একটি মান নিয়ন্ত্রণ ল্যাব রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন