Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে ১৩৫ মরদেহ উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম

গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে ১৩৫ মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভয়াবহ ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। স্থানীয় বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতাল মিলিয়ে মোট ১৫৫টি মরদেহ আনা হয়, যার মধ্যে ১৩৫টি মরদেহই ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

বোমাবর্ষণ বন্ধ এবং ইসরায়েলি সেনারা জনবহুল এলাকা থেকে সরে যাওয়ার পরই উদ্ধারকারীরা মরদেহ উদ্ধারের অভিযান শুরু করতে সক্ষম হন।

ওয়াফার তথ্য অনুযায়ী—গাজা সিটির আল-শিফা হাসপাতালে পাঠানো হয়েছে ৪৩টি মরদেহ, আল-আহলি আরব হাসপাতালে ৬০টি, নুসেইরাতের আল-আওদা হাসপাতালে ৪টি, দেইর এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে ১৬টি এবং খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে ৩২টি মরদেহ।

হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুক্রবারই দখলদার বাহিনীর নতুন হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন, আর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয় গাজা সিটির দক্ষিণাঞ্চলে ঘাবুন পরিবারের ওপর, যেখানে একসঙ্গে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া রাদওয়ান এলাকায় একজন এবং খান ইউনিসে আরও দুজন নিহত হয়েছেন।

এসব হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। শুক্রবার দুপুর থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাস ২০ জীবিত জিম্মি ও কিছু মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে, তবে উদ্ধারকর্মীরা বলছেন, এখনো বহু মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকে থাকতে পারেন।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন