টেনেসির বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:১৫ এএম
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হাম্পপ্রিস কাউন্টিতে অবস্থিত ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ নামের একটি বিস্ফোরক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে শুক্রবার (১০ অক্টোবর, স্থানীয় সময়) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন। এই বিস্ফোরণে কোম্পানির ১৩০০ একরের ক্যাম্পাসের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য বলছে, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে তা কয়েক মাইল দূরের আবাসিক এলাকায়ও অনুভূত হয়েছে। কারণেই প্রথমদিকে উদ্ধারকর্মীরা সরাসরি এলাকায় প্রবেশ করেননি — বিস্ফোরক পদার্থ সেখানে এখনও থাকতে পারে বলে আশঙ্কা ছিল এবং পুনরায় বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
হাম্পপ্রিস কাউন্টির নিরাপত্তা বাহিনীর সদস্য ক্রিস ডেভিস বলেন, বলবার কিছু নেই — এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি জানিয়েছেন যে এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু ঘটেছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যাটি তিনি ঘোষণা করেননি। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা এখন ধ্বংসস্তুপে অনুসন্ধান ও নিরাপদে এলাকায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।
অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেমের ওয়েবসাইট অনুযায়ী প্রতিষ্ঠানটি সেনাবাহিনী, অ্যারোস্পেস ও নির্মাণে ব্যবহৃত ভয়েকল্পিক (বাঁধভাঙা) কার্যক্রম সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে বিস্ফোরক সরবরাহ করে থাকে। তাদের কাজে বিদেশি সেনাবাহিনীও অংশগ্রহণ করে বলে উল্লেখ আছে। পাবলিক নথি থেকে জানা গেছে কোম্পানিটি কয়েকটি সামরিক চুক্তি পেয়েছিল।
কোম্পানিটির কার্যক্রম বনাঞ্চলীয় পাহাড়ি এলাকার ‘বাকসনোর্ট’ শহরের নিকটে অবস্থিত; সেখানে মোট আটটি ভবন ছিল। এই ক্যাম্পাসটি ন্যাশভিলের দক্ষিণপূর্বে প্রায় ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত।
স্থানীয় কর্মকর্তারা এবং উদ্ধার-নিরাপত্তা দল বিপজ্জনক পদার্থ সরবরাহকারী কোনো স্থানে অনায়াসে কাজ না করে সতর্কভাবে প্রতিটি ধাপে অভিযান পরিচালনা করছেন। আরও বিস্তারিত ও আনুষ্ঠানিক বিবৃতি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট আপডেট করা হবে।
সূত্র: এপি



