Logo
Logo
×

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা ম্যাক্রোঁর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম

৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা ম্যাক্রোঁর

ছবি : সংগৃহীত

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার (৯ অক্টোবর) এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অধিকাংশ আইনপ্রণেতা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে মত দিয়েছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন বাজেট পাস করার প্রয়োজনীয়তা থাকায় প্রেসিডেন্ট দ্রুত নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৬ অক্টোবর পদত্যাগ করেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো। ম্যাক্রোঁর ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ দায়িত্ব গ্রহণের মাত্র ২৭ দিনের মাথায় এবং মন্ত্রিসভা গঠনের ১৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন। তার বিদায়ের পরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রস্তুতি শুরু হয়।

এর আগে বাজেট কাটছাঁট নিয়ে ব্যাপক জনঅসন্তোষ দেখা দেয়। গত সেপ্টেম্বরের শুরুতে ফ্রান্সের মন্ত্রিসভা কল্যাণমূলক ও জনস্বার্থ সংশ্লিষ্ট খাত থেকে ৪ হাজার ৪০০ কোটি ডলার বরাদ্দ কমানোর প্রস্তাব পাস করে। এতে সাধারণ জনগণ ও বিরোধী দলগুলো ক্ষুব্ধ হয়ে ওঠে।

এই ক্ষোভের জেরে সাবেক প্রধানমন্ত্রী ফাঙ্কোইস বায়রোকে পার্লামেন্টে আস্থাভোটের মুখে পড়তে হয় এবং ৮ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। এরপর লেকোর্নোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলেও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকে। কট্টর বামপন্থি দল ও ট্রেড ইউনিয়নগুলোর লাগাতার কর্মসূচির মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন লেকোর্নো।

ফ্রান্সে এখন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বাজেট পাসের পথ সুগম করতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের অপেক্ষায় রয়েছে দেশটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন