স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে ও মরিচ গুঁড়া দিয়ে হত্যা চেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম
ছবি-সংগৃহীত
ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে ও মরিচ গুঁড়া ছিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর গভীর রাতে। গুরুতর দগ্ধ ওই স্বামী বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন।
পুলিশ জানায়, হামলার শিকার ব্যক্তির নাম দিনেশ (২৮)। তিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত। ঘটনার সময় ঘরে উপস্থিত ছিল তাদের আট বছর বয়সী কন্যা সন্তানও।
জানা গেছে ঘটনাটি ভারতের রাজধানী দিল্লির মাদনগিরি এলাকায় ঘটেছে।
দিনেশের বর্ণনা অনুযায়ী, সে দিন রাতে কাজ শেষে বাড়ি ফিরে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে হঠাৎ শরীরে তীব্র জ্বালা অনুভব করে জেগে ওঠেন তিনি। তখনই দেখতে পান— স্ত্রী তার গায়ে ফুটন্ত তেল ঢালছেন। এরপর ক্ষতস্থানে মরিচ গুঁড়া ছিটিয়ে দেন। দিনেশ প্রতিবাদ করলে স্ত্রী হুমকি দেন, “শব্দ করলে আরও গরম তেল ঢেলে দেব।”
দিনেশের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয় এক বাসিন্দা অঞ্জলি বলেন, “আমার বাবা দরজায় কড়া নাড়লে ভেতর থেকে লক করা ছিল। দরজা খুলতেই দেখি দিনেশ যন্ত্রণায় ছটফট করছেন, আর তার স্ত্রী ঘরের কোণে লুকিয়ে আছেন।”
অঞ্জলি আরও জানান, তার বাবাই দ্রুত একটি অটোরিকশা ডেকে দিনেশকে হাসপাতালে পাঠান। প্রথমে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় সাফদারজং হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, দিনেশের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’।
পুলিশ জানায়, দিনেশ ও তার স্ত্রীর বিয়ে হয়েছিল আট বছর আগে। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায় দুই বছর আগে স্ত্রী ‘ক্রাইম এগেইনস্ট উইমেন’ সেলে অভিযোগ করেছিলেন, তবে পরে বিষয়টি আপসে মীমাংসা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দিনেশের স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৮, ১২৪ ও ৩২৬ ধারায় মামলা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ওই নারী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিবেশীরা বলছেন, ওই পরিবারে কলহের কথা তারা জানতেন বটে, কিন্তু এমন ভয়াবহ পরিণতি হবে তা কেউ কল্পনাও করেননি।
সূত্র: এনডিটিভি



