বাংলাদেশের যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: বিক্রম মিশ্রি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক, তার সঙ্গে কাজ করতে আগ্রহী ভারতের নয়াদিল্লি—এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে নির্বাচন যেন জনগণের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয়—এটাই ভারতের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষেরই দায়িত্ব রয়েছে। তাই পারস্পরিক সম্পর্ক ঠিক রাখতে প্রতিহিংসামূলক বক্তব্য পরিহার করা উচিত। আলোচনা সভায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়ন নিয়ে গুরুত্বারোপ করা হয়।



