গ্রেটাসহ ১৫৬ অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানের অংশ হিসেবে আটক ১৫৬ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার (৫ অক্টোবর) ইসরায়েলের টেলিভিশন চ্যানেল আই ২৪ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রিসের নাগরিকসহ অভিযাত্রীদের একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে। অভিযাত্রীদের মধ্যে রয়েছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা। ৪৪টি দেশের প্রায় ৫০০ জন নাগরিক এই মিশনে অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে রয়েছেন আইনজীবী, সংসদ সদস্য, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা।
গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে ৪৩টি নৌযান। বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী প্রথমে ১৩টি নৌযান আটক করে, পরে বৃহস্পতিবার ও শুক্রবার আরও ৩০টি নৌযান আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায়।
আটক অভিযাত্রীদের মধ্যে গ্রেটা থুনবার্গও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, আটক অবস্থায় তাকে ছারপোকায় ভরা একটি কক্ষে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় খাবার ও পানি দেওয়া হয়নি। গ্রেটা অভিযোগ করেছেন, তাকে জোর করে ইসরায়েলি পতাকাকে চুমু দিতে এবং সেই পতাকা ধরে ছবি তুলতে বাধ্য করা হয়েছে।
ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ডি’ আগুস্টিনো জানিয়েছেন, গ্রেটাকে সবার সামনে হামাগুড়ি দিয়ে চলতে, পতাকাকে চুমু খেতে এবং তা গায়ে জড়িয়ে হাঁটতে বাধ্য করা হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযাত্রীদের মধ্যে কয়েকজনকে ফেরত পাঠানো হচ্ছে এবং বাকিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।



