Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: মার্কো রুবিও

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম

গাজায় যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: মার্কো রুবিও

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজায় চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি। হামাসের বন্দি জিম্মিদের মুক্তি প্রক্রিয়াকে তিনি প্রথম পর্যায় হিসেবে দেখছেন। তবে এরপর কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

রোববার (৫ অক্টোবর) এনবিসির মিট দ্য প্রেস প্রোগ্রামে রুবিও বলেন, হামাস ‘মূলত’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ও জিম্মিদের মুক্তির কাঠামোর সঙ্গে একমত হয়েছে। জিম্মিদের রসদ ও কারিগরি সমন্বয় নিয়ে আলোচনাও চলমান।

তিনি জানান, হামাস নীতিগতভাবে এ প্রক্রিয়াকে মেনে নিয়েছে, তবে পরবর্তী ধাপের বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

রুবিও ফক্স নিউজের সঙ্গে আলাপে বলেন, ‘কিছুই এখন নিশ্চিত নয়। কেউ আপনাকে ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারবে না।’ তবে তিনি আশা প্রকাশ করেছেন যে জিম্মিদের মুক্তি দ্রুত সম্ভব হবে।

তিনি বলেন, ‘আমরা আশা করি, ইসরায়েলের প্রত্যাহারের বিনিময়ে দ্রুত জিম্মিদের মুক্তি অর্জিত হবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন, গাজার দীর্ঘমেয়াদী ভবিষ্যতের দ্বিতীয় পর্যায়টি অনেক বেশি জটিল।

তিনি প্রশ্ন তুলেছেন, ‘ইসরায়েল যখন হলুদ রেখায় ফিরে আসে এবং এর বাইরেও, তখন কী হবে? কীভাবে ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক নেতৃত্ব তৈরি করবেন যা হামাস নয়? যারা সুড়ঙ্গ তৈরি করে এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাবে, তাদের কীভাবে নিরস্ত্র করা হবে?’

রুবিও বলেন, ‘এই সমস্ত কাজ কঠিন হবে, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন