ট্রাম্পের আহ্বানে গাজায় সামরিক অভিযান স্থগিত করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি বেতার সংস্থা ‘কান’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বানের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা স্থগিতের নির্দেশ দেন, এবং আইডিএফ সেই নির্দেশ কার্যকর করেছে।
অন্যদিকে ‘আর্মি রেডিও’ জানিয়েছে, আইডিএফ পুরোপুরি অভিযান বন্ধ না করলেও সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে—অর্থাৎ বোমা ও গোলাবর্ষণ বন্ধ থাকলেও টহল ও অবস্থান বজায় রাখা হচ্ছে।
গত সপ্তাহে গাজা যুদ্ধের অবসানে ২০ দফা পরিকল্পনা উত্থাপন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিকল্পনা প্রকাশের পরপরই নেতানিয়াহু তাতে সম্মতি জানান, যদিও গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস তখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পরবর্তীতে শুক্রবার হামাসকে আল্টিমেটাম দেন ট্রাম্প—রোববারের মধ্যে সাড়া না দিলে ‘নরক নেমে আসবে’ হামাসের ওপর। ওই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই হামাসের হাইকমান্ড জানায়, তারা ট্রাম্পের প্রস্তাব মেনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত।
হামাসের সম্মতির পরপরই ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে পূর্ণমাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত ইসরায়েল।
এই ঘোষণার মধ্য দিয়ে গাজা যুদ্ধবিরতি প্রক্রিয়ায় নতুন মোড় নিল, যা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত সমাধানে এক সম্ভাব্য মোড় ঘুরিয়ে দিতে পারে।
সূত্র : টাইমস অব ইসরায়েল



