Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা ফ্লোটিলা আটকে দেওয়ার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫১ পিএম

গাজা ফ্লোটিলা আটকে দেওয়ার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকানোর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও এই বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে—সড়ক অবরোধ, দোকানপাট ও রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

আনাদোলু এজেন্সি, রয়টার্স ও আলজাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে স্পেনের বার্সেলোনায় বিক্ষোভকারীরা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর জানালা ভাঙচুর করেন এবং ইসরায়েলবিরোধী স্লোগান লিখে দেন। লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি বহন করে অবরোধ প্রত্যাহারের দাবি জানান।

ইতালির মিলান, রোম ও বলোনিয়ায়ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা সড়ক দখল করে বিক্ষোভ করেন। বলোনিয়ার বিশ্ববিদ্যালয়ে গাড়ির টায়ার ফেলে পথ অবরোধ করা হয়। কিছু স্থানে বিক্ষোভকারীদের আচরণ ছিল উগ্র।

রোমে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্টসহ স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে অংশ নেন। স্পেনে হাজারো শিক্ষার্থী ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করেন এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের দাবি জানান।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো কিছু বিক্ষোভকারীর সহিংস আচরণের সমালোচনা করে এক্স-এ লিখেছেন, “কেউ কি সত্যিই বিশ্বাস করেন যে স্টেশন, বিমানবন্দর, মোটরওয়ে অবরোধ বা দোকান ধ্বংস করা ফিলিস্তিনি জনগণের জন্য স্বস্তি বয়ে আনবে?”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন