Logo
Logo
×

আন্তর্জাতিক

খাগড়াছড়িকে অশান্ত করার অভিযোগ অস্বীকার ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম

খাগড়াছড়িকে অশান্ত করার অভিযোগ অস্বীকার ভারতের

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়ি জেলা খাগড়াছড়িতে কয়েকদিন ধরে চলমান অস্থিরতার পেছনে ভারত ও ‘ফ্যাসিস্ট শক্তির’ ইন্ধন রয়েছে—এমন অভিযোগ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তবে শুক্রবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই অভিযোগকে “ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছেন।

জসওয়াল বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা রয়েছে।” তিনি উল্টো অভিযোগ করেন, কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং তাদের জমি দখল করছে। ঢাকাকে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকার দাবি করেছে, তিনি ভারতে বসে দেশের অস্থিতিশীলতা বাড়াচ্ছেন। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও ‘পতিত স্বৈরাচার’ মিলে খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করছে, যা ভারত অস্বীকার করেছে।

খাগড়াছড়ির অস্থিরতার সূত্রপাত ২৩ সেপ্টেম্বর সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ থেকে। মামলার ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন শয়ন শীলকে গ্রেপ্তার করে। তবে মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত না পাওয়ায় অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই দুর্বৃত্তরা শত শত ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন