Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজার উদ্দেশে যাওয়া শেষ ত্রাণবাহী নৌযান ‘ম্যারিনেট’ আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম

গাজার উদ্দেশে যাওয়া শেষ ত্রাণবাহী নৌযান ‘ম্যারিনেট’ আটক

ছবি : সংগৃহীত

গাজার উদ্দেশে যাওয়া আন্তর্জাতিক মানবিক সাহায্য বহরের শেষ নৌযান ‘ম্যারিনেট’ শুক্রবার সকালে গাজার উপকূলে ইসরায়েলি কমান্ডোদের হাতে আটক হয়েছে। আলজাজিরার সরাসরি সম্প্রচারে দেখা যায়, সেনারা জোরপূর্বক নৌযানে প্রবেশ করে কর্মীদের আটক করে।

এই বহরটি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল, যেখানে ৪০টিরও বেশি নৌযানে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নিয়েছিলেন। তারা ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন বলে দাবি করেন। তবে ইসরায়েল শুরু থেকেই ঘোষণা দিয়েছিল, তারা এসব নৌযান থামাবে এবং তাদের মতে, এগুলো ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা’ করছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছানো বাধা দেওয়া যায় না, এমন অবস্থান নিয়েছেন কর্মীরা ও মানবাধিকার সংগঠনগুলো।

এদিকে, গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন। গাজায় চলমান ইসরায়েলি হামলায় বহু মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে এসব প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন