পাঁচ বছর পর ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
পাঁচ বছর পর আবারও চালু হতে যাচ্ছে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ। কভিড-১৯ মহামারির সময় ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া এই ফ্লাইটগুলো সীমান্ত উত্তেজনার কারণে এতদিন পুনরায় চালু হয়নি।
বৃহস্পতিবার ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ায় নির্দিষ্ট কয়েকটি শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনা দূতাবাস জানিয়েছে, চলতি অক্টোবরের শেষ দিকে ফ্লাইট চালু হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বাণিজ্যিক বিমান সংস্থাগুলো।
ভারতের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো ঘোষণা করেছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা ও চীনের গুয়াংজুর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করবে তারা।
সম্প্রতি সাত বছর পর প্রথমবারের মতো আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে চীন সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে হিমালয়ের বিতর্কিত সীমান্তে সংঘর্ষে চারজন চীনা ও ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এটি ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা, যা দুই দেশের রাজনৈতিক যোগাযোগকে দীর্ঘ সময়ের জন্য স্থবির করে দেয়।



