সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম
ছবি : সংগৃহীত
গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘সুমুদ ফ্লোটিলা’ আটক এবং শতাধিক অধিকারকর্মী গ্রেপ্তারের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে। স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করছেন এবং আটক কর্মীদের মুক্তির দাবি তুলছেন।
১ ও ২ অক্টোবরের মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার কয়েকটি নৌযান থামিয়ে দেয়। অন্তত ২৫০ জনকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
স্পেনে শিক্ষার্থীরা ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের দাবি জানান। ইতালির রোম, মিলান, নেপলস, তুরিন ও জেনোয়া শহরে গণসমাবেশ অনুষ্ঠিত হয় এবং দেশটির শ্রমিক ইউনিয়নগুলো শুক্রবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।
লন্ডনে সংসদ ভবন থেকে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়, যেখানে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি প্রদর্শন করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আয়োজিত সমাবেশে ফ্লোটিলায় থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ওঠে। তাদের মধ্যে পাঁচজন সাবেক সেনা ও একজন ন্যাশনাল গার্ড সদস্য রয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাতেও স্থানীয়রা মিছিল করে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
‘ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ’-এর প্রধান জাহির বিরাওয়ি জানান, বিশ্বজুড়ে এই প্রতিবাদ ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে এক ধরনের গণভোট। তিনি আরও জানান, গাজার উদ্দেশ্যে নতুন একটি ফ্লোটিলা যাত্রা করছে, যা ‘ফ্রিডম ওয়েভস’ কর্মসূচির ধারাবাহিক অংশ।



