Logo
Logo
×

আন্তর্জাতিক

ইন্টারনেট নিষেধাজ্ঞার অভিযোগ অস্বীকার তালেবান প্রশাসনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম

ইন্টারনেট নিষেধাজ্ঞার অভিযোগ অস্বীকার তালেবান প্রশাসনের

ছবি : সংগৃহীত

সম্প্রতি আফগানিস্তানজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবায় বড় ধরনের বিপর্যয়ের পর দেশব্যাপী ইন্টারনেট নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ অস্বীকার করেছে তালেবান প্রশাসন।

বুধবার (১ অক্টোবর) পাকিস্তানি সাংবাদিকদের একটি চ্যাট গ্রুপে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে তালেবান কর্মকর্তারা জানান, পুরনো ফাইবার-অপটিক কেবলগুলোর কারণে এই বিভ্রাট ঘটেছে এবং সেগুলো প্রতিস্থাপন প্রয়োজন। তারা বলেন, “আমরা ইন্টারনেটে নিষেধাজ্ঞা আরোপ করেছি বলে যে গুজব ছড়ানো হচ্ছে, সেরকম কিছুই হয়নি।”

এটি ছিল সোমবার থেকে শুরু হওয়া যোগাযোগ বিচ্ছিন্নতার পর তালেবান সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, আফগানিস্তানের ৪ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে ‘সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন’ ছিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান প্রশাসন যদিও ইন্টারনেট বন্ধে তাদের হাত নেই বলে দাবি করছে, তবে এর আগে ‘অনৈতিক কর্মকাণ্ড’ বন্ধে নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা এক ডিক্রির অংশ হিসেবে কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল।

গত ১৬ সেপ্টেম্বর বালখ প্রদেশের মুখপাত্র জানান, ‘অপরাধ প্রতিরোধের জন্য’ উত্তরাঞ্চলে ফাইবার-অপটিক ইন্টারনেট সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া গত মাসে বাদাখশান, তাখর, হেলমান্দ, কান্দাহার ও নাঙ্গারহার প্রদেশেও ইন্টারনেট সীমিত করার খবর পাওয়া গেছে।

এক আফগান সরকারি কর্মকর্তা সোমবার জানান, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ ফাইবার-অপটিক নেটওয়ার্কের অন্তত ৮ থেকে ৯ হাজার টেলিযোগাযোগ পিলার বন্ধ থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন