Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর পরিবর্তনে ক্ষুব্ধ আরব দেশগুলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম

গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর পরিবর্তনে ক্ষুব্ধ আরব দেশগুলো

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ২০ দফার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যাতে সমর্থন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এই প্রস্তাবে নেতানিয়াহুর আনা পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব, তুরস্ক, জর্ডান ও কাতারসহ একাধিক আরব ও মুসলিম দেশ।

ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের আগের সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে ২১ দফা নিয়ে আলোচনা করেন। তখন ধারণা করা হচ্ছিল, গাজা যুদ্ধ বন্ধের পথ তৈরি হচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে নেতানিয়াহু প্রস্তাবে বড় ধরনের পরিবর্তন আনেন, যা মূল আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে দেওয়া যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবটি আরব নেতাদের সঙ্গে সমন্বিত ট্রাম্পের প্রস্তাব থেকে অনেকটাই ভিন্ন। আরব আলোচকরা জানিয়েছেন, এটি আগে ছিল একটি যৌথ শান্তি উদ্যোগ, কিন্তু এখন ইসরায়েল একে শুধুমাত্র নিজেদের নিরাপত্তার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো—ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের বিষয়টি। নেতানিয়াহু সেনা প্রত্যাহারে শর্ত জুড়ে দিয়েছেন এবং নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। চূড়ান্ত প্রস্তাবে সেনা প্রত্যাহারকে হামাসের নিরস্ত্রকরণের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত করা হয়েছে। অর্থাৎ, হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে না।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, সেনা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে হামাস পরিবর্তন চাইলে তা বিবেচনা করা হতে পারে, তবে প্রস্তাবের মূল কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সুযোগ নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন