Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল, ট্রাম্পের ২০ দফা প্রস্তাব প্রকাশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল, ট্রাম্পের ২০ দফা প্রস্তাব প্রকাশ

ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির লক্ষ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন, যাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্মতি দিয়েছেন। এখন হামাসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

প্রস্তাব অনুযায়ী, হামাস সম্মতি দিলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবে। পাশাপাশি হামাস গাজার নিয়ন্ত্রণ ছাড়বে এবং সেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলোর সমন্বয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গাজার জনগণকে অন্য দেশে পাঠানো হবে না বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে। হামাসের জিম্মি মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির সূচনা হবে।

ট্রাম্প জানিয়েছেন, হামাস ও গাজাকে সম্পূর্ণ নিরস্ত্র করা হবে এবং এই কাজে আরব দেশগুলো সহায়তা করবে। হামাসের সুড়ঙ্গসহ সব অবকাঠামো ধ্বংস করা হবে বলেও তিনি জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আরব দেশগুলো নিরস্ত্রীকরণে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েল নিজেই এই কাজ করবে এবং যুক্তরাষ্ট্র এতে পূর্ণ সমর্থন দেবে। তিনি আরও বলেন, “ইসরায়েল হামাসকে নির্মূল করবে—চাই সহজ উপায়ে, চাই কঠিন উপায়ে। তবে এটি করতেই হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন