Logo
Logo
×

আন্তর্জাতিক

টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবে ভিয়েতনামে ১৯ জন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম

টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবে ভিয়েতনামে ১৯ জন নিহত

ছবি : সংগৃহীত।

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন বুয়ালোইয়ের আঘাতে ভিয়েতনামে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২১ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রবল ধ্বংসযজ্ঞ চালানোর পর সোমবার ঝড়টি ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটারেরও বেশি। আঘাত হানার একদিন আগে থেকেই ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ শুরু হয়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যাঞ্চলীয় এনঘে এন এবং হা তিন প্রদেশে। নিহত, নিখোঁজ এবং আহতদের সবাই এই দুই অঞ্চলের বাসিন্দা, যাদের বেশিরভাগই ভূমিধস ও হঠাৎ সৃষ্ট বন্যার শিকার। এছাড়া এখানে অন্তত ১ লাখ বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়েছে।

ঝড়ে বিপর্যস্ত হয় বিদ্যুৎ সরবরাহও। প্রবল ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সোমবার থেকে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা।

ভিয়েতনামে আঘাত হানার আগে টাইফুন বুয়ালোই প্রতিবেশী ফিলিপাইনে তাণ্ডব চালায়। সেখানে এ ঝড়ে ২৬ জন নিহত এবং ১৪ জন নিখোঁজ হন। সূত্র : রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন