Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এএম

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে একটি গির্জায় বন্দুক হামলায় চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ‘মাস’ নামক ধর্মীয় প্রার্থনার প্রস্তুতির সময় শতাধিক মানুষের উপস্থিতিতে এ হামলা ঘটে। হামলার কিছু সময়ের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।

পুলিশ জানিয়েছে, হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) গাড়ি চালিয়ে গির্জার ভেতরে প্রবেশ করে এবং অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালায়। এরপর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে সেখান থেকে সরে যায়। হামলার ৩০ সেকেন্ডের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গির্জার পার্কিং লটে গুলি করে হত্যা করে।

স্যানফোর্ডের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি মিশিগানের বার্টন শহরের বাসিন্দা এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখায় ইরাকে কর্মরত ছিলেন।

হামলায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং পরে গির্জার ভেতর থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ তার বাসস্থান ও ফোন রেকর্ড পর্যালোচনা করছে।

প্রসঙ্গত, এই হামলার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরের একটি পানশালায় বন্দুক হামলায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক বন্দুক হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন