Logo
Logo
×

আন্তর্জাতিক

বিজয়ের দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা করল ভারতের পুলিশ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

বিজয়ের দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা করল ভারতের পুলিশ

তামিল অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশ। ছবি: সংগৃহীত

তামিল অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় তার রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে ভারতের পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

গতকাল শনিবার তামিলনাড়ুতে পদদলিত হয়ে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। একই সমাবেশে ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। আগামী বছরের শুরুতে রাজ্য নির্বাচনের আগে বিজয় তার তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের হয়ে প্রচারণা চালাচ্ছিলেন।

সিনিয়র পুলিশ কর্মকর্তা ভি. সেলভারাজ রয়টার্সকে জানিয়েছেন, 'টিভিকে দলের সিনিয়র নেতা বুসি আনন্দ, নির্মল কুমার এবং ভিপি মাথিয়ালাগনের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগের দিকে প্রথম পদক্ষেপ' হিসেবে মামলাটি দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

তিনি উল্লেখ করেন, 'টিভিকে প্রথমে ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় ছিল দ্বিগুণেরও বেশি।'

তামিল সিনেমার সবচেয়ে ধনী অভিনেতাদের একজন বিজয় গত বছর তার দল শুরু করার পর থেকে প্রচুর জনসমাগম করে চলেছেন। তিনি বলেন, কারুর জেলায় পদদলিত হওয়ার ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রতি পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পদদলিত হওয়ার কারণ তদন্তের জন্য রাজ্য একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি কমিশন নিয়োগ করেছে।

সমাবেশ চলাকালীন স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, হাজার হাজার মানুষ একটি বিশাল প্রচারণার গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে, যার উপরে বিজয় বক্তব্য রাখছিলেনতাকে জ্ঞান হারানো সমর্থকদের দিকে পানির বোতল ছুঁড়ে দিতে এবং ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে সাহায্যের জন্য পুলিশকে ডাকতে দেখা গেছে

প্রসঙ্গ, বিজয়ের টিভিকে দল রাজ্যের শাসক দল ডিএমকে এবং মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন