ইউক্রেনের কিয়েভে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক শিশুসহ তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও যানবাহন। স্বাধীন পর্যবেক্ষক সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি কিয়েভে অন্যতম বড় হামলা।
স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো জানান, নিহতদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী এক শিশু। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া এই হামলা চালিয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান, যাতে মস্কোকে আগ্রাসন বন্ধে বাধ্য করা যায়।
অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ ভয় ছড়ানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, রাশিয়ার ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কোনো হামলার পরিকল্পনা নেই, তবে যেকোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করা হবে।
লাভরভ জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে এবং আলাস্কায় সাম্প্রতিক শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি হয়েছে।
তবে লাভরভের বক্তব্য প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ইউক্রেন ছাড়াও আরও একটি ইউরোপীয় দেশে হামলার পরিকল্পনা করছে, যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।
জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কিয়েভ বিদ্যুৎহীন হয়ে পড়ে, তবে রুশ রাজধানীতেও অন্ধকার নেমে আসবে।” তিনি জানান, আগামী সপ্তাহে ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সফর করবেন।



