জাতিসংঘ নিষেধাজ্ঞা দিলে এনপিটি চুক্তি বাতিলের হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
ছবি : সংগৃহীত
পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে জাতিসংঘ যদি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে, তাহলে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) থেকে সরে আসার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “জাতিসংঘ যদি কোনো নিষ্ঠুর পদক্ষেপ নেয়, তাহলে ইরান তার পরমাণু প্রকল্প সংক্রান্ত প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করবে।”
এর আগে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ ইরানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করে। তবে তেহরান জানায়, তারা জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাজি হলেও পরমাণু প্রকল্প সরেজমিনে দেখার অনুমতি দেবে না।
এই অবস্থায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মধ্যস্থতার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পাশাপাশি, ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের জ্যাকোপা চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে তারা। এসব বিবেচনায় জাতিসংঘ আগামী শনিবার রাত ১২টা থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে।
১৯৭০ সালে ইরান এনপিটি চুক্তিতে স্বাক্ষর করে, যার মাধ্যমে তারা পরমাণু অস্ত্র তৈরি না করার এবং আইএইএ-কে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। তবে সম্প্রতি আইএইএ জানিয়েছে, ইরান যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, তা দিয়ে সহজেই পরমাণু বোমা তৈরি সম্ভব।
এই বিবৃতির পর ১৩ জুন রাতে ইসরায়েল ‘দ্য রাইজিং লায়ন’ নামে বিমান অভিযান শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, আইএইএ-এর বিবৃতিকে ভিত্তি করেই এই অভিযান চালানো হয়েছে। ১০ দিন পর যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সঙ্গে যোগ দেয়। ১২ দিন সংঘাত চলার পর ২৬ জুন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
যুদ্ধবিরতির পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, “ইসরায়েলি হামলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে আইএইএ।”
সূত্র: রয়টার্স



