পশ্চিম তীর দখলে ইসরায়েলকে বাধা দেওয়ার ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে ইসরায়েলকে অনুমতি দেওয়া হবে না—এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা সংকট সমাধানে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না... এটা কোনোভাবেই ঘটবে না।” তিনি জানান, গাজা নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সমঝোতা “প্রায় কাছাকাছি”।
আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের আগেই ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
পশ্চিম তীর ও গাজা নিয়ে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। একাধিক পশ্চিমা দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে নেতানিয়াহুর ডানপন্থি জোট পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীর দখল “নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য”। যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে এই পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।
অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভিডিও বার্তায় জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেওয়ায় তিনি নিউইয়র্কে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।” আব্বাস দাবি করেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন রাষ্ট্র নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে সংযুক্ত করা হবে।
মঙ্গলবার জাতিসংঘে ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, “মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীর দখলের ঝুঁকি ও বিপদ খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন।”



