ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ায় ৫.৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় শুক্রবার সকালে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
কম্পন অনুভূত হয়েছে পেশোয়ার, অ্যাটক, চিত্রল জেলা ও আশপাশের এলাকাগুলোতে। পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) এবং আবহাওয়া দপ্তরের যৌথ বিবৃতিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে, যা ভূপৃষ্ঠ থেকে ১৯৫ কিলোমিটার গভীরে।
এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভারতীয় ও ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। এর আগে গত ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ৩ হাজার মানুষ।
সূত্র: জিও নিউজ



