Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কে জড়িত দুই রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং তাদের পাঁচজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়েছে। এই বাণিজ্য পরিচালিত হয় মিয়ানমারের রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড)-এর মাধ্যমে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন রয়্যাল শুন লেই কোম্পানির পরিচালক অউং কো কো উ, শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং এবং কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং। কোমিডের এই দুই কর্মকর্তা অস্ত্রের ফরমায়েশ, চালান এবং অর্থ লেনদেনের মাধ্যমে উত্তর কোরিয়ার সরকার ও ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়ার কাজ করতেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সিকে আগেই নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে বলেন, “উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ এবং এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি।”

ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানতে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র: রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন