Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্র্যান্ডেড ওষুধে ১০০% শুল্ক

ট্রাম্পের নতুন ঘোষণায় বিপদে ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

ট্রাম্পের নতুন ঘোষণায় বিপদে ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্প

২০২৫ সালের ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে ভারতের ওষুধ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ লিখেন, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে যেকোনো ব্র্যান্ডেড বা পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যে ১০০ শতাংশ ট্যারিফ আরোপ করা হবে, যদি না সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে উৎপাদনকেন্দ্র নির্মাণ করছে। তিনি আরও স্পষ্ট করেন, ‘নির্মাণাধীন’ বলতে বোঝানো হবে জমি খনন শুরু হয়েছে বা নির্মাণকাজ চলছে—এমন প্রকল্প। এসব ক্ষেত্রে শুল্ক আরোপ করা হবে না।

এই পদক্ষেপে আবারও প্রমাণিত হলো, ট্রাম্প তার শুল্কনীতিকে আগের চেয়েও বিস্তৃত করছেন। তার দাবি, নতুন শুল্ক কাঠামো সরকারের বাজেট ঘাটতি কমাতে এবং আমেরিকার ঘরোয়া শিল্পকে উৎসাহিত করতে সহায়ক হবে।

শুধু ওষুধ নয়, ট্রাম্প ঘোষণা দিয়েছেন রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটিতে ৫০ শতাংশ, আসবাবপত্রে ৩০ শতাংশ এবং ভারী ট্রাকে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। যদিও এর কোনো আইনি ব্যাখ্যা তিনি দেননি, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, এটি জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে জরুরি।

ভারতীয় ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানি বাজার। ভারতের ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে ভারতের মোট ২৭.৯ বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানির মধ্যে ৩১ শতাংশ বা ৮.৭ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে গেছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৩.৭ বিলিয়ন ডলারের ওষুধ।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক কার্যকর হলে ভারতীয় ওষুধ শিল্প ব্যয়বহুল হয়ে পড়বে এবং এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে দেশটির রপ্তানিতে।

সূত্র: এনডিটিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন