Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা উপস্থাপন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা উপস্থাপন

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত নিরসনে ২১ দফা যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, “বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় সহিংসতা বন্ধ হবে এবং ইসরায়েলসহ প্রতিবেশী দেশগুলোর উদ্বেগেরও সমাধান হবে।”

পরিকল্পনার প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ দফায় রয়েছে:

  • গাজায় বন্দি সব জিম্মির দ্রুত মুক্তি
  • স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা
  • গাজার প্রশাসনকে হামাসমুক্ত করা
  • পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার

বৈঠকে উপস্থিত মার্কিন ও মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা জানিয়েছেন, আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন এবং আরও কিছু প্রস্তাব যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তাদের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে:

  • পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ
  • জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা
  • গাজায় অবাধ ত্রাণ প্রবেশ নিশ্চিত করা
  • বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি

একজন অংশগ্রহণকারী কূটনীতিক সিএনএনকে বলেন, “বৈঠকটি ছিল অসাধারণ এবং অত্যন্ত কার্যকর।”

এর আগে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যার আয়োজক ছিল ফ্রান্স ও সৌদি আরব। সেই সম্মেলনের আবহেই ট্রাম্প এই উদ্যোগ গ্রহণ করেন।

এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন