Logo
Logo
×

আন্তর্জাতিক

আইসিসির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম

আইসিসির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে আদালতের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত এবং অতীতে আফগানিস্তানে মার্কিন সেনাদের মানবাধিকার লঙ্ঘনের তদন্তের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন। চলতি সপ্তাহেই এনটিটি স্যাংশন নামে পরিচিত এ ধরনের সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ছয়টি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আদালতের ভেতরে এ নিয়ে জরুরি বৈঠকও হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, আইসিসির বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পর্যালোচনা চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের ভাষায়, আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর অযৌক্তিক এখতিয়ার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা যদি আমাদের জাতীয় স্বার্থে হুমকি তৈরি করে, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত পদক্ষেপ নেব।

এদিকে সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রভাব কমাতে আদালতের কর্মীদের চলতি বছরের পুরো বেতন অগ্রিম পরিশোধ করা হয়েছে।

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার করে থাকে। সম্প্রতি গাজা যুদ্ধের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং ফিলিস্তিনি সংগঠন হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের ভূখণ্ডে সংঘটিত অপরাধে এখতিয়ার দাবি করে আসছে আইসিসি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ সদস্যপদ স্বীকার করেনি।

এর আগে আফগানিস্তানে মার্কিন সেনাদের কার্যক্রম ও হত্যাকাণ্ডের তদন্তে আইসিসির কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এমনকি তাদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধান প্রসিকিউটর করিম খানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়; তিনিই নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন