আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
আজ রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য, এমন ঘোষণা আসতে পারে স্থানীয় সময় বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পক্ষ থেকে।
গত জুলাইয়ে স্টারমার জানিয়েছিলেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানে সম্মত না হয়, তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গাজায় যুদ্ধবিরতির কোনো অগ্রগতি না থাকায়, এবং ইসরায়েলের সাম্প্রতিক স্থল অভিযানে বহু প্রাণহানি ও বাস্তুচ্যুতি ঘটায়, যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ যুক্তরাজ্যের পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। যদিও ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার ও ডানপন্থী সংগঠনগুলো এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল।” তবে ব্রিটিশ মন্ত্রীরা যুক্তি দিয়েছেন, “দ্বিরাষ্ট্রীয় শান্তিচুক্তির সম্ভাবনা টিকিয়ে রাখতে এটি একটি নৈতিক দায়িত্ব।”
আজই পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, জানিয়েছে এএফপি
আগামী কয়েকদিনে আরও অন্তত ১০টি দেশ স্বীকৃতির ঘোষণা দিতে পারে
ফ্রান্স ও কানাডা চলতি মাসেই স্বীকৃতি দিতে পারে
জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নিউ ইয়র্কে এসব ঘোষণা আসতে পারে
এই ধারাবাহিক স্বীকৃতি ফিলিস্তিনের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে, এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করতে পারে।



