অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও পানিকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পাথর ও বোতল ছুড়ে মারে, এমনকি পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুই পুলিশ আহত হন।
ডাচ সংবাদ সংস্থা এএনপি জানায়, প্রায় দেড় হাজার বিক্ষোভকারী একটি মহাসড়ক অবরোধ করে রাখে। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, এমন নির্লজ্জ সহিংসতার দৃশ্য একেবারেই মেনে নেওয়া যায় না।
ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্সকে বিক্ষোভে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। তবে সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি মূর্খদের কাজ।
বিক্ষোভের আয়োজক ছিলেন এক ডানপন্থি কর্মী, যিনি অভিবাসননীতি কঠোর করা এবং আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে বিপুলসংখ্যক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের মধ্যে অনেককে ডাচ পতাকা ও উগ্র-ডানপন্থি সংগঠনের পতাকা হাতে দেখা গেছে।



