দুই দিক থেকে গাজা শহরের কেন্দ্রে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ এএম
ছবি : সংগৃহীত
গাজা শহরের কেন্দ্রের দিকে দুই দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে মাঝখানে ফেঁসে যাওয়া হাজারো মানুষ বাধ্য হচ্ছেন পশ্চিম উপকূলের দিকে সরে যেতে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানান, হামাসের ওপর চাপ বাড়াতে পদাতিক, ট্যাংক ও গোলন্দাজ ইউনিট বিমান বাহিনীর সহায়তায় শহরের ভেতরে প্রবেশ করছে। সেনারা উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অগ্রসর হওয়ায় সাধারণ মানুষ পশ্চিমে আল-রশিদ উপকূলীয় সড়কের দিকে ছুটছেন, যা দক্ষিণমুখী।
অতিরিক্ত জনবহুল এলাকায় হামলার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ড্রোন ও যুদ্ধবিমান থেকে অব্যাহত বোমাবর্ষণের পাশাপাশি ইসরায়েলি বাহিনী বিস্ফোরকবোঝাই রোবট যান ব্যবহার করে এলাকাগুলো ধ্বংস করছে।
চিকিৎসা সূত্র জানিয়েছে, শুধু বৃহস্পতিবার গাজা শহরে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ অবস্থায় অনেক পরিবার আবারও বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় আছেন। তবে এবারকার পরিস্থিতি আরও ভয়াবহ—কারণ গাজায় ‘নিরাপদ অঞ্চল’ আর কোথাও নেই, আর হয়তো তারা আর কখনো ঘরে ফিরতে পারবেন না।
তবে বিপদের মুখেও অনেকেই এখনও জায়গা ছাড়েননি। ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত গাজার উত্তরাঞ্চলে প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ অবস্থান করছেন—যা মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ।
সূত্র: আল-জাজিরা



