চীনে এনভিডিয়ার এআই চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা, ওয়াল স্ট্রিটে শেয়ারের দরপতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম
চীনের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) দেশটির বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার তৈরি বিশেষ এআই চিপ কেনা বন্ধের নির্দেশ দিয়েছে। বিশ্লেষকেরা একে এনভিডিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, আলিবাবা ও বাইটড্যান্সসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এনভিডিয়ার ডিজাইন করা চীনা সংস্করণের এআই চিপ RTX Pro 6000 D টেস্টিং কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। এই চিপটি মূলত চীনা বাজারের জন্য বিশেষভাবে তৈরি হলেও, শেষ পর্যন্ত এর চাহিদা তেমন বাড়েনি।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, আমরা চীনা সরকার ও চীনের কোম্পানিগুলোর প্রতি সহায়ক থাকতে আগ্রহী।
এর আগে চিপটির আগের সংস্করণ H20 নিয়েও চীনা কর্তৃপক্ষ প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগ তোলে। নতুন নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার শেয়ারের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে যায়।
বাণিজ্য উত্তেজনা ও ভূরাজনীতি
এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র–চীনের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে মাদ্রিদে। আলোচনার পর হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বেসরকারি কোম্পানিগুলোর হাতে যাবে, যেখানে বাইটড্যান্স থাকবে সংখ্যালঘু শেয়ারধারী হিসেবে।
অন্যদিকে এনভিডিয়া বর্তমানে যুক্তরাজ্যের স্টারগেট নামের এআই অবকাঠামো প্রকল্পে প্রসেসর সরবরাহ চুক্তি নিয়ে আলোচনায় ব্যস্ত। এই প্রকল্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট এবং ওপেনএআই নেতৃত্বে বড় তথ্যকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জেনসেন হুয়াং লন্ডনে সাংবাদিকদের জানান, আমি আজ রাতে প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে দেখা করব। সম্ভবত উনি বিষয়টি আমাকে জিজ্ঞাসা করবেন।
চীনের পাল্টা প্রতিক্রিয়া
বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক প্রযুক্তি রপ্তানি নিষেধাজ্ঞার জবাব হিসেবেই বেইজিং এ পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে দেশটি নিজস্ব চিপ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর কৌশলও বাস্তবায়ন করছে।
তথ্যসূত্র: আল জাজিরা ও রয়টার্স



