Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার ড্রোন প্রবেশের পর ‘বিদেশি পারমাণবিক অস্ত্র’ চায় পোল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

রাশিয়ার ড্রোন প্রবেশের পর ‘বিদেশি পারমাণবিক অস্ত্র’ চায় পোল্যান্ড

সম্প্রতি ন্যাটো সদস্য দেশের আকাশে রাশিয়ার ড্রোন প্রবেশের পর 'বিদেশি পারমাণবিক অস্ত্র' মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। সেই সঙ্গে ইউরোপের দেশেটি নিজেরাই পারমাণবিক শক্তির বিকাশ করতে চায়।

স্থানীয় এলসিআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি এমনটাই বলেছেন।

তিনি বলেন, 'প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের পারমাণবিক ভাগাভাগি কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত।'

তিনি আরও বলেন, দেশের নিজস্ব পারমাণবিক প্রযুক্তি থাকা উচিত, যার মধ্যে পারমাণবিক শক্তিও অন্তর্ভুক্ত।

তবে পোল্যান্ড নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা করছে কিনা, তা তিনি স্পষ্ট করেননি। তিনি আরও বলেন, এই বিষয়ে এখনই বেশি কথা বলা ঠিক হবে না।

এর আগে গত সপ্তাহে পোল্যান্ড জানায়, বেশ কয়েক ঘণ্টা ধরে কয়েকটি রাশিয়ান ড্রোন তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। ন্যাটো মিত্রদের সহায়তায় সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।

সে সময় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ন্যাটোর কোনো সদস্যের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটাই প্রথম। তার মতে, ‘বিপুল সংখ্যক’ ড্রোন পোল্যান্ডে ঢুকে পড়েছিল।

দেশটির জাতীয় নিরাপত্তা ব্যুরোর জরুরি বৈঠকের পর টাস্ক বলেন, 'আমরা সম্ভবত বড় ধরণের উস্কানির মুখে পড়েছি। পরিস্থিতি গুরুতর এবং এ ধরনের হামলা প্রতিহত করতে দেশ প্রস্তুত।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন