স্থলভাগের তেল ও গ্যাসের খনিগুলোর মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে: আইইএ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বের স্থলভাগে থাকা উত্তোলনযোগ্য তেল ও গ্যাসের খনিগুলোর মজুত দ্রুত হারে কমে যাচ্ছে, যা ভবিষ্যতে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করছে। জাতিসংঘের জ্বালানি পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৫ হাজার স্থলভাগের তেল ও গ্যাসের খনি রয়েছে, যার ৯০ শতাংশের মজুত দ্রুত হারে হ্রাস পাচ্ছে। বছরের পর বছর উত্তোলনের ফলে এই খনিগুলো শূন্যের দিকে এগোচ্ছে, এবং অদূর ভবিষ্যতে সম্পূর্ণভাবে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর ফলে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল তেল এবং ১৮০০০ থেকে ২৭০০০ কোটি কিউবিক মিটার গ্যাস কম উত্তোলন হচ্ছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করছে।
আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, “বিশ্ব এখনও তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। স্থলভাগের খনিগুলোর মজুত ফুরিয়ে গেলে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। কারণ সমুদ্রের তলদেশে খনি অনুসন্ধান সময়সাপেক্ষ ও ব্যয়বহুল, আর নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।”
তিনি আরও বলেন, “এই সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে বিনিয়োগ প্রয়োজন। যদি কোম্পানিগুলো নতুন খনি অনুসন্ধানে বিনিয়োগ না বাড়ায়, তাহলে আসন্ন জ্বালানি সংকট এড়ানো কঠিন হবে।”
এই সতর্কবার্তা বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে।



