নেপালের নতুন ৩ মন্ত্রীর শপথ, রাস্তায় জেন জি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
ছবি-সংগৃহীত
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শপথ নিলেন নতুন তিন মন্ত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শীতল নিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল অর্থমন্ত্রী রমেশ্বর খনাল, জ্বালানি মন্ত্রী কুলমান ঘিসিং ও স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ওম প্রকাশ আর্যালকে শপথ পড়ান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ভাইস-প্রেসিডেন্ট রামসহায় প্রসাদ যাদব, জাতীয় পরিষদের চেয়ারম্যান নারায়ণ প্রসাদ দাহালসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরায়ও অনুষ্ঠানে যোগ দেন।
তবে জেন জি আন্দোলনকারীরা নতুন মন্ত্রিসভা গঠনে তাদের সঙ্গে কোনো পরামর্শ না করায় ক্ষোভ প্রকাশ করেছে। রবিবার রাতে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে তারা বালুওয়াটারে বিক্ষোভ করে। আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না।”
এর আগে ৮ সেপ্টেম্বর দুর্নীতি, নিপীড়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে নেপালে জেন জি আন্দোলনের সূচনা হয়। নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে অন্তত ৭২ জন নিহত হওয়ার পর পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এর পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি—যিনি নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান।



