Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি ভারতকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি ভারতকে

ছবি-সংগৃহীত

ভারতীয় পণ্যের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে। আগামীকাল মঙ্গলবার বাণিজ্যবিষয়ক বৈঠকে বসার কথা রয়েছে দেশ দুটির। তার আগেই ভারতকে কঠোর হুঁশিয়ার দিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায় ভারত। এ কারণে নয়াদিল্লি মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে জানিয়েছেন তিনি। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাওয়ার্ড লুটনিক।

মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত গর্ব করে যে তাদের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ আছে। ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ কেন তাহলে এক বুশেল (৮ গ্যালনের সমান ধারণক্ষমতার একটি পরিমাপ) মার্কিন ভুট্টা কিনবে না? এটা কি বিরক্তিকর নয় যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কিনবে না? তারা সবকিছুর ওপর শুল্ক আরোপ করে।

লুটনিক বলেন, ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং আমরা তাদের যেভাবে আচরণ করি, আমাদের সঙ্গেও সে রকম আচরণ করতে বলেছেন।

মার্কিন গুরুত্বপূর্ণ এই মন্ত্রী আরও বলেন, ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে, তাই আমরা এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করতে চাই।

এটা প্রেসিডেন্টের (ট্রাম্প) মডেল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, হয় আপনি এটি গ্রহণ করুন, নতুবা বিশ্বের বৃহত্তম ভোক্তার সঙ্গে ব্যবসা করতে আপনার কঠিন সময় কাটবে।

উল্লেখ্য, নয়াদিল্লিতে আগামীকাল যুক্তরাষ্ট-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বৈঠকে কি সিদ্ধান্ত আসে, সেটাই দেখার বিষয়।

সূত্র : এনডিটিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন