ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইয়েমেনের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
ছবি : সংগৃহীত
ইসরাইলের রামন বিমানবন্দর ও আল-নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী (ওয়াইএএফ)। তারা এই হামলাকে গাজায় চলমান গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে উল্লেখ করেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানান, চারটি আত্মঘাতী ড্রোন ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মধ্যে তিনটি রামন বিমানবন্দরে এবং একটি আল-নাকাবের সামরিক ঘাঁটিতে পাঠানো হয়।
এক বিবৃতিতে ওয়াইএএফ জানায়, এই উচ্চপর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য সফলভাবে পূরণ করেছে। জেনারেল সারি বলেন, “এই হামলা গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যা এবং ইয়েমেনের ওপর আগ্রাসনের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছে, এবং ইসরাইলের অপরাধ ইয়েমেনিদের প্রতিরোধ শক্তিকে দুর্বল করতে পারবে না।
এই হামলার দাবি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, এবং আন্তর্জাতিক মহলে নতুন করে নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করেছে।



