Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালে সংসদ ভেঙে নির্বাচন ঘোষণা, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ এএম

নেপালে সংসদ ভেঙে নির্বাচন ঘোষণা, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সংসদ ভেঙে দিয়েছেন। আগামী ২০২৬ সালের ৫ মার্চ দেশটিতে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতেই এই সিদ্ধান্ত কার্যকর হয় বলে প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সেদিন রাত ৯টার দিকে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে গঠিত হয়েছে ছোট মন্ত্রিসভার একটি অন্তর্বর্তী সরকার, যার মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ে সরকারকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন।

শপথের আগে প্রেসিডেন্ট, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল এবং বিক্ষোভকারী তরুণ প্রজন্মের (জেন-জি) প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদে নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে দেশজুড়ে জেন-জিরা আন্দোলনে নামে। সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে গুলি চালানো হয়, এতে বহু শিক্ষার্থী নিহত হন। এরপর থেকেই আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। মঙ্গলবার বিক্ষোভের চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কেপি শর্মা অলি এবং গা ঢাকা দেন। ক্ষুব্ধ জনতা ওইদিন সাবেক দুই প্রধানমন্ত্রী ও বেশ কয়েকজন মন্ত্রীর বাড়িতে হামলা চালায়। এমনকি অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানো হয়।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে তরুণদের কাছে তার জনপ্রিয়তা রয়েছে। ভারতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কার্কি এক সাক্ষাৎকারে বলেছিলেন—নেপালের উন্নয়নে ভারত সবসময় সহায়তা করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন