Logo
Logo
×

আন্তর্জাতিক

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সুশীলা কার্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সুশীলা কার্কি

ছবি : সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ গ্রহণ করবেন।

জেন-জি আন্দোলনের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনার পর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার সিদ্ধান্তে সবাই একমত হন।

সূত্র জানিয়েছে, সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যার মন্ত্রিসভার আকার ছোট হবে। আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে জেন-জিরা গত সপ্তাহে আন্দোলনে নামে, যা সোমবার ভয়াবহ রূপ নেয়। পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে গুলিবর্ষণে বহু শিক্ষার্থী নিহত হন। এরপর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করে গা ঢাকা দেন। আন্দোলনকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালান, এমনকি অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও বেশিরভাগ আন্দোলনকারী সুশীলা কার্কির নাম প্রস্তাব করেন। একটি পক্ষ বিদ্যুৎ খাতে অবদান রাখা প্রকৌশলী কুলমান গিসিংকে প্রধানমন্ত্রী করার দাবি তুললেও সুশীলা কার্কিই দায়িত্ব নিতে যাচ্ছেন।

২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকারী সুশীলা কার্কি দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত, যা জেন-জির আন্দোলনকারীদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং এক সাক্ষাৎকারে ভারতের সহায়তার প্রশংসা করেছিলেন।

নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সুশীলা কার্কির নেতৃত্বে নতুন সরকার গঠনের মাধ্যমে স্থিতিশীলতার আশা করছেন দেশটির জনগণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন