Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশে জামায়াত ক্ষমতায় আসলে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

বাংলাদেশে জামায়াত ক্ষমতায় আসলে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

ছবি : সংগৃহীত

বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, ভারতকে তাদের সঙ্গে কাজ করতে হবে। তবে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে ভারতকে চিন্তিত হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির আন্তর্জাতিক ইন্ডিয়া সেন্টারে “আমরা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রস্তুত?” শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

জামায়াতকে ভারতবিরোধী শক্তি হিসেবে ইঙ্গিত করে শ্রিংলা বলেন, “ক্ষমতায় যে আসবে, তার সঙ্গে কাজ করব। কিন্তু যদি সে ভারতের স্বার্থবিরোধী কাজ করে, তাহলে তা নিয়ে আমাদের চিন্তিত হতে হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী দেশ, তাই এর অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নীতিগতভাবে হস্তক্ষেপ না করার অবস্থান থাকলেও, সীমান্ত ভাগাভাগির কারণে শুধু অভ্যন্তরীণ বলে কিছু থাকে না।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা তুলে ধরে শ্রিংলা বলেন, “তারা পাকিস্তান সেনাবাহিনীর সহায়ক শক্তি ছিল এবং হিন্দুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।” তিনি জামায়াতকে মুসলিম ব্রাদারহুডের অংশ হিসেবে অভিহিত করে বলেন, “তাদের হাতে রক্ত রয়েছে এবং তারা কখনো তাদের অবস্থান পরিবর্তন করবে না।”

এছাড়া তিনি বাংলাদেশ-ভারত সীমান্তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তৎপরতা বেড়েছে বলেও দাবি করেন, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

শ্রিংলার মন্তব্যে বাংলাদেশ নির্বাচনকে ঘিরে ভারতের কৌশলগত উদ্বেগ ও নিরাপত্তা ভাবনা স্পষ্টভাবে উঠে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন