ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো
সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেওয়া রায়ে তাকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ একযোগে এ রায় ঘোষণা করেন। একই মামলায় সাবেক মন্ত্রী ও সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ আরও সাতজনকে দোষী প্রমাণিত করা হয়েছে।
২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ পাঁচটি অভিযোগে অভিযুক্ত হন বলসোনারো। রায় অনুযায়ী ৭০ বছর বয়সী এই ডানপন্থি নেতা জীবনের বাকি সময় কারাগারেই কাটাতে পারেন।
বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় আছেন। রায়ের পর তার ছেলে সিনেটর ফ্ল্যাভিও বলসোনারো সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, বিচারের রায় ঘোষণার আগেই ফলাফল সবার জানা ছিল।
এদিকে যুক্তরাষ্ট্রে এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রয়টার্সের বিশ্লেষণ বলছে, এই রায় ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও টানাপোড়েনের দিকে ঠেলে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, বলসোনারো দোষী সাব্যস্ত হওয়ায় তিনি বিস্মিত।
সূত্র: বিবিসি



