Logo
Logo
×

আন্তর্জাতিক

কাতারে ইসরাইলি হামলায় ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে উত্তেজনা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

কাতারে ইসরাইলি হামলায় ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে উত্তেজনা

কাতারে হামাস নেতাদের ওপর হামলায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই আলোচনায় ট্রাম্প কাতারে হামাস প্রতিনিধিদের ওপর ইসরাইলের হামলায় অপ্রত্যাশিতভাবে জড়ানোর জন্য তার ‘গভীর হতাশা’ প্রকাশ করেন। এক প্রতিবেদনে এ দাবি করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

উচ্চপদস্থ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, দোহায় রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে নেওয়া এই হামলার সিদ্ধান্ত “সঠিক নয়”। 

তিনি আরও বলেন, “হামলার খবর আমাকে ইসরাইল নয়, মার্কিন সামরিক বাহিনী থেকেই জানতে হলো, যা অত্যন্ত রাগান্বিত করেছে। পাশাপাশি, হামলা এমন এক দেশে ঘটেছে যা মার্কিন মধ্যস্থতায় গাজা যুদ্ধ সমাপ্তির চেষ্টা করছে।”

নেতানিয়াহু জানান, হামলা চালানোর জন্য তার কাছে সীমিত সময় ছিল এবং সেই সুযোগটি গ্রহণ করা হয়েছে।

এরপর একটি দ্বিতীয় ফোনালাপ হয়, যা বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এই সময় ট্রাম্প নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, হামলা সফল হয়েছে কি না, কিন্তু নেতানিয়াহু নিশ্চিত উত্তর দিতে পারেননি।

পরবর্তীতে হামাস নিশ্চিত করেছে যে তাদের নেতৃত্ব হামলায় বেঁচে গেছে। তবে হামলায় হামাসের পাঁচ সদস্য এবং একজন কাতারী নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন।

যদিও ট্রাম্প ইসরাইলের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত, ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে যে, নেতানিয়াহুর স্বতন্ত্র ও আগ্রাসী পদক্ষেপের কারণে ট্রাম্প ক্রমেই হতাশ হচ্ছেন। এসব পদক্ষেপ মার্কিন মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে সংঘর্ষে রয়েছে।

মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে একটি নির্ভুল হামলা চালিয়েছে।’

কাতার এই হামলাকে ‘কপটচাল’ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। তারা সতর্ক করেছে, ইসরাইলের ‘অবাধ্য আচরণ’ সহ্য করবে না।

কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে মিলিতভাবে গাজায় ইসরাইলের যুদ্ধ সমাপ্তির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত অক্টোবর ২০২৩ থেকে এই সংঘাতে ৬৪,৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি বুধবার বলেছেন, দোহায় ইসরাইলি হামলার জবাবে আঞ্চলিকভাবে একটি যৌথ পদক্ষেপ নেওয়া হবে এবং আরব ও ইসলামিক অংশীদারদের সঙ্গে পরামর্শ চলছে।

তিনি সিএনএনকে বলেন, “এই হামলার জবাবে আঞ্চলিকভাবে একটি পদক্ষেপ নেওয়া হবে। এটি বর্তমানে অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শ ও আলোচনার পর্যায়ে রয়েছে।”

  হামাস  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন