ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ম্যাক্রোঁর সহযোগী সেবাস্তিয়ান লেকোর্নুর নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম
ছবি : সংগৃহীত
ফ্রান্সে বাজেট সংকটের জেরে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্টিয়ান লেকোর্নুকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এলিসি প্যালেস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাজেট কাটছাঁট নিয়ে মতবিরোধের কারণে বাইরু ৪৪ বিলিয়ন ইউরো কমানোর প্রস্তাব দেন, যা পার্লামেন্টে আস্থাভোটে তার বিরুদ্ধে যায়। এরপর তিনি পদত্যাগপত্র জমা দেন।
৩৯ বছর বয়সী লেকোর্নু গত তিন বছর ধরে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “দেশের স্বাধীনতা, শক্তি রক্ষা, জনগণের সেবা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন আমার অগ্রাধিকার।” তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ৩.৩ ট্রিলিয়ন ইউরো ঋণ সংকট মোকাবিলা করা, যা বর্তমানে ফ্রান্সের জিডিপির ১১৪ শতাংশ।
নতুন নিয়োগকে মধ্যপন্থি রাজনৈতিক মহল স্বাগত জানালেও বাম ও ডানপন্থি বিরোধীরা সমালোচনায় মুখর। বাইরুর দল মোদেমের মার্ক ফেনো রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ‘ফ্রান্স আনবাউন্ড’-এর জ্যঁ লুক মেলঁশো বলেছেন, “এবার ম্যাক্রোঁর বিদায় হওয়া উচিত।” সোশ্যালিস্ট নেতা অলিভিয়ে ফোরে আগ্রহ প্রকাশ করলেও তাকে আলোচনায় ডাকা হয়নি।
কট্টর ডানপন্থি মেরিন ল্য পেন মন্তব্য করেছেন, “ম্যাক্রোঁ তার বিশ্বস্তদের নিয়ে ‘ম্যাক্রোঁবাদকে’ শেষ সুযোগ দিচ্ছেন।” নতুন প্রধানমন্ত্রী নিয়োগের মধ্য দিয়ে ফ্রান্সে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।



